Blog

পাইলস কি?

বৃহদান্ত্রের শেষাংশে রেক্টামের ভিতরে ও বাইরে কুশনের মত রক্তশিরার জালিকা থাকে, যা প্রয়োজনে সংকুচিত ও প্রসারিত হয়ে আমাদের দেহ থেকে বর্জ্য পদার্থ হিসাবে মল বাইরে বের করে দেয়। যদি কোন কারণে এই রক্তশিরাগুলো সংক্রামিত হয় বা প্রদাহ হয় বা এগুলোর উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি হয় তখন পাইলস বা হেমোরয়েডসে প্রদাহ হয় যাকে সাধারণ ভাষায় হেমোরয়েডস, পাইলস বা অর্শ রোগ বলে।